ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করা হবে। রাজধানীর গোপীবাগে ওয়ারী থানার মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, জনগণই তার নিরাপত্তা নিশ্চিত করবে।
ইশরাক হোসেন নারীদের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ আইন ও ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা গৃহিণীদের নামে ইস্যু করে তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দলীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নারী কেন্দ্রে নারী এজেন্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগের সমালোচনায় তিনি বলেন, গত ১৭ বছরে ভোটাধিকার ধ্বংস হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।