Web Analytics

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে সংসদে পাঠানোর জন্য। বুধবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, নির্বাচিত হলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষ শান্তি, নিরাপত্তা ও সম্মান নিয়ে চলতে পারবে। বর্তমানে এ এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঢাকায় গিয়ে নিজেদের ঠিকানা বলতে ভয় পায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে। নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধীরা ধর্মের লেবাস ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি জানান, তার প্রচারণা কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে না, বরং যারা ধর্মকে ঢাল বানিয়ে মানুষকে ধোঁকা দেয় তাদের মুখোশ উন্মোচন করাই লক্ষ্য। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে এস এম জিলানী শ্রীরামকান্দি ও পাটগাতীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!