Web Analytics

শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে হট্টগোলের ঘটনা ঘটে। দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে আপিল শুনানির সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চলাকালে দুপুরে আধা ঘণ্টার বিরতি দেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনারসহ সদস্যরা মঞ্চ ছাড়ার পর আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। এ সময় ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ক্ষোভ প্রকাশ করলে কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত আপত্তি জানান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীরা মিন্টুকে সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাতকে শান্ত করার চেষ্টা করেন।

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত অভিযোগ করেন, মিন্টু অশ্রাব্য ভাষা ব্যবহার ও বল প্রয়োগের চেষ্টা করেছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন এবং তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!