Web Analytics

মাদক চোরাচালান নেটওয়ার্ক ধ্বংসে ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রতিক নৌ অভিযানগুলো সমুদ্রপথে মাদক পরিবহন বন্ধে সফল হয়েছে, ফলে এখন স্থলপথে অভিযান শুরু করা হবে। ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে। ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সহযোগীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য’ হিসেবে ঘোষণা দিয়েছে, যা তাদের ওপর আরও নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সুযোগ দিচ্ছে। তবে মাদুরোর বিরুদ্ধে সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!