মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামে বুধবার সকালে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত বাড়িটিতে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি টিনের ঘরসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষতির দাবি করেছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।