রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা (সংবিধান ৪৯ ধারা) সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন প্রস্তাবনায় ভুক্তভোগী পরিবারের মতামত নেওয়ার বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে। এছাড়া সব বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং সুপ্রিম কোর্টের কার্যক্রম রাজধানীকেন্দ্রিক রাখার বিষয়েও ঐক্যমত্য গঠিত হয়েছে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এই পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সম্ভব হবে। আলোচনা ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে।