Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ জন শহীদের লাশ উত্তোলন করেছে সিআইডি। এর মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে সোমবার সকালে সিআইডি সূত্রে জানা গেছে। শনাক্তদের মধ্যে রয়েছেন ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)।

এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম আদালতে আবেদনটি করেন। এরপর ৭ ডিসেম্বর থেকে লাশ উত্তোলনের কাজ শুরু হয়।

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। সিআইডির এই শনাক্তকরণ কার্যক্রম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় উদঘাটনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!