বাসস ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলাটি দায়ের করেছিলেন যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ, যাকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলা হয়েছে। মাহবুব মোর্শেদ এ মামলায় জামিনে ছিলেন। তিনি স্থায়ী জামিনের আবেদন করলে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বৃদ্ধি করে আদেশ দেন।