পেশাগত চাপ, অর্থনৈতিক অসচ্ছলতা এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষার কারণে বাংলাদেশসহ বিশ্বের তরুণদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ কমছে বলে ইউএনএফপিএ ও ইউ গভ পরিচালিত এক জরিপে প্রকাশ পেয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জানানো হয়, প্রায় ৪০% তরুণ সন্তানের আকাঙ্ক্ষা হারাচ্ছেন, এবং ১৮% তরুণ পরিবার পরিকল্পনা সেবার সুযোগ পান না। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও অন্যান্য বক্তারা তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, সমতা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ২০৯৮ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করবে বলেও পূর্বাভাস দেওয়া হয়।