বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বুধবার রাতে হাসপাতাল গেটে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে রয়েছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।
এর আগে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। ডা. জাহিদ বলেন, বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের পূর্ব সিদ্ধান্ত থাকলেও, স্বাস্থ্যগত ঝুঁকি ও এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণে সক্ষম এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।
তারেক রহমানের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা যুক্ত আছেন। ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।