Web Analytics

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ, রোববার ১২ অক্টোবর, রোমের উদ্দেশে রওনা হয়েছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রধান ইভেন্টে অংশগ্রহণের জন্য। অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ১১:৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ছেড়েছে। ফোরামে তিনি মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজন করা এই ফোরাম নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদেরকে বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।