সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান বুধবার খার্তুম বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন ‘খার্তুম স্বাধীন’। গত দুই বছর বিমানবন্দরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে থাকলেও সেটা এখন পুনরুদ্ধার করেছে সুদানের সশস্ত্র বাহিনী। গত শুক্রবার সুদানের সেনাবাহিনী খার্তুমে দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। যা গত দুই বছর আধাসামরিক বাহিনী আরএসএফের দখলে ছিল।