সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী দুইটি পৃথক অভিযানে ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ গোষ্ঠীর ১৫ সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান ও উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডেরা ইসমাইল খানের কালাচি এলাকায় প্রথম অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে সিনিয়র কমান্ডার আলম মেহসুদও ছিলেন। পরে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়। পালিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে বোঝাতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে। এই ঘটনার আগে ইসলামাবাদে টিটিপির আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।