জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তাই, দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। খসরু বলেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। সমাধান বাংলাদেশের জনগণ। দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে।