Web Analytics

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস)-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট, বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বোমা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ২০১৩ সালে উত্থানের পর আইএস সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করেছিল, তবে টানা অভিযানে তাদের প্রভাব এখন অনেক কমে গেছে। সাম্প্রতিক এই অভিযানটি আইএসের অবশিষ্ট ঘাঁটি নির্মূলের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা দায়িত্ব নেন এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিশ্চিত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!