Web Analytics

তুরস্ক ও ইরান বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বাণিজ্য ও জ্বালানি সর্বোচ্চ অগ্রাধিকার পেলেও অন্যান্য খাতেও কাজের সুযোগ রয়েছে। উভয় দেশ সীমান্ত নিরাপত্তা জোরদার, সীমান্ত গেট বৃদ্ধি এবং সরবরাহ ও পরিবহন প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছে। বৈঠকে অবৈধ অভিবাসন মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। ফিদান বলেন, দুই দেশ একসঙ্গে এই সমস্যা সমাধানে কাজ করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক ও ইরান উভয়েই ইসরাইলকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!