বাংলাদেশের পরমাণু বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডঃ এম শমশের আলী ২ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি আণবিক শক্তি কমিশনের পরিচালক হিসেবে কাজ করেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার জানাজা ধানমণ্ডিতে অনুষ্ঠিত হবে এবং দাফন আজিমপুর কবরস্থানে করা হবে।