এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রের ওএমআর অংশ বৃষ্টির ক্ষতি থেকে রক্ষার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ওএমআর শিট যাতে ভিজে না যায়, সে জন্য পলিথিনে মোড়ানো অবস্থায় বোর্ডে জমা দিতে বলা হয়েছে। ফলাফল প্রক্রিয়ায় ব্যাঘাত এড়াতে এই সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত নির্দেশনায় বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক ও কর্মকর্তাদের বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে দেখে যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।