তিন দফা দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে ‘প্রকৌশলী সমাবেশ’ ও ‘জাতীয় প্রকৌশলী সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। আর সকল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ রাখারও ঘোষণা দেয়া হয়েছে। এক ব্রিফিংয়ে বক্তারা বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টারা উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত জানায়নি। কমিটির সদস্য মনপুত হয়নি। জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার পরও শিক্ষার্থীদেরকে মব সৃষ্টিকারী হিসেবে ফ্রেমিং করা হচ্ছে। ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। কোন পুলিশ সদস্যকে বহিষ্কার বা আটক করা হয়নি যা দুঃখজনক।