সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অনুমোদন হওয়া বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। পরে বাদ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফেসবুকে ক্ষোভ দেখা দেয়। কমিটিতে স্থান পেয়েছিল, জেলা শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক জিল্লুর রহমান ও কর্মী হান্নান মুন্সী। অভিযোগ উঠেছে, এক বিএনপি নেতা জিল্লুর পদের জন্য সুপারিশ করেছে, যদিও অভিযোগ অস্বীকৃত!