Web Analytics

বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে আপ বাংলাদেশ। সংগঠনটির মুখপাত্র শাহরিন ইরা মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে বলেন, বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান জানাতে হবে, নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।

নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে শাহরিন ইরা বলেন, মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত পরিচয় নয়, দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজনীতির অঙ্গনে হিজাব-নিকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ এখনো চলছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সতর্ক করেন, হিজাব বা নিকাব নিয়ে কোনো বিদ্বেষ সহ্য করা হবে না।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরীয়াহ বিধান নিকাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা নারীদের অপমান এবং ইসলামের অবমাননা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!