Web Analytics

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের নিরাপত্তাপ্রহরীরা সতর্ক থাকলে কেউ দেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না। শনিবার কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় বাস্তবায়নাধীন ‘বৃষ্টির পানি সংরক্ষণাগার’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উখিয়া ও টেকনাফে দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, উখিয়া ও টেকনাফ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে এবং লবণাক্ততা বেড়ে যাওয়ায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই বাস্তবতায় বৃষ্টির পানি সংরক্ষণাগার প্রকল্পের মাধ্যমে একটি কার্যকর, টেকসই ও পরিবেশবান্ধব সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। বর্ষাকালে সংগৃহীত বৃষ্টির পানি বিশেষভাবে নির্মিত সংরক্ষণাগারে জমা করে আধুনিক পরিশোধন ব্যবস্থার মাধ্যমে সারা বছর স্থানীয় জনগণের ব্যবহারের উপযোগী করা হবে। এতে নিরাপদ পানির সহজ প্রাপ্যতা নিশ্চিত হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।

উপদেষ্টা জানান, প্রকল্পটির দুই থেকে তিনটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কাজের অগ্রগতি সন্তোষজনক। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার নির্দেশ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!