Web Analytics

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশাবহির্ভূত নির্মাণসহ নানা ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা হয়।

রাজউক চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার সমস্যা শুধু আইন প্রয়োগে সমাধান সম্ভব নয়; নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর শহর গড়তে নাগরিকদের সচেতন হতে হবে। তিনি অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলা এবং পুরোনো ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে মালিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!