Web Analytics

সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ছাত্ররা ধানমন্ডি ৩২–এর দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সেনাবাহিনী রাসেল স্কয়ারের সামনে নিরাপত্তা বলয় তৈরি করেছিল। আন্দোলনকারীরা সেই বলয় অতিক্রমের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও আরও কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও পথচারী আহত হন। সংঘর্ষের কারণে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে। উত্তেজনা শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ ও সোবহানবাগ এলাকাতেও ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে ছাত্ররা কলাবাগান ও ধানমন্ডি লেক এলাকায় অবস্থান করছিল, আর পুলিশ ও সেনাবাহিনী রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত মোতায়েন ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।