বুধবার মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন সুন্দরবনের দুবলারচরের আলোরকোল সাগরে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে জানা যায়, একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। এ তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড পশ্চিম জোনের ৪ সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।