Web Analytics

মঙ্গলবার রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ফলাফল স্থগিত করা হয়েছে। নেতাকর্মীরা জানান, বিকালে সুষ্ঠুভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোটগণনা। ভোট গণনার একপর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে। এসময় ভোট দেওয়া কিছু ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যান কয়েকজন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, কে বা কারা ওই ঘটনা ঘটায় তা তিনি বলতে পারবেন না। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!