Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে আবেদন করলে এই আদেশ দেওয়া হয়। আবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা সূত্রে জানা গেছে যে পলাতক আসামি মাসুদ যেকোনো সময় দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন, তাই স্থল, নৌ ও বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক করার প্রয়োজন।

আদালত আবেদনটি মঞ্জুর করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মামলাটি গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে দায়ের করেন, যা পরে হত্যার অভিযোগে (৩০২ ধারা) রূপান্তরিত হয়। এ পর্যন্ত মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই নিষেধাজ্ঞা তদন্ত প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিচার প্রক্রিয়া ব্যাহত না করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!