Web Analytics

সিলেটের নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ শনিবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দিনার ও তার বন্ধু জুনেদ আহমদ। এরপর থেকে তারা আর ফেরেননি।

ডা. মঈন উদ্দিন জীবনের শেষ পর্যন্ত গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার আশায় ছিলেন, কিন্তু সেই দেখা আর হয়নি। তিনি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাবা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ছিলেন। তার মৃত্যুতে বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

ইফতেখার দিনারের গুমের ঘটনা এখনো অমীমাংসিত, যা বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনার প্রতীক হয়ে আছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!