Web Analytics

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মামলাবাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বুধবার বাদ মাগরিব উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেকারমুক্ত, শোষণমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা জনগণের আকাঙ্ক্ষা ও মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন। আনোয়ারী বলেন, জনতার সরকার প্রতিষ্ঠা করতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনতে হবে। তিনি আগামীর নির্বাচনকে আধিপত্যবাদ, জুলুমতন্ত্র, সন্ত্রাসবাদ ও মামলাবাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড হিসেবে অভিহিত করেন।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ শাহ আলম এবং এতে স্থানীয় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!