Web Analytics

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ঘোষণা করেছে যে ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বুধবার এক নোটিশে সংগঠনটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপিজি বিপণন, সরবরাহ ও কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুনভাবে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। তারা ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে জানায়, তা না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্রি ও সরবরাহ বন্ধ থাকবে।

দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে কার্যকর এই সিদ্ধান্তের ফলে সারাদেশে এলপিজি সরবরাহ বন্ধ থাকবে যতক্ষণ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!