আওয়ামী লীগ আমলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ এবার চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী হলফনামায় নগদ অর্থ দেখানো হয়েছে ১৫ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা এবং স্ত্রীর বৈধ সঞ্চয় ১৪ লাখ ৫৭ হাজার টাকা। বিপুল এই নগদের উৎস, ব্যাংকিং রেকর্ড বা আয়ের ধারাবাহিকতা সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তে শেষ মুহূর্তে জসিমকে মনোনয়ন দেওয়া হয়, দক্ষিণ জেলা বিএনপির মতামত নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, তিনি সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও শহিদুল হকসহ প্রভাবশালী মন্ত্রীদের ঘনিষ্ঠ ছিলেন। প্রার্থী ঘোষণার পর সামাজিক মাধ্যমে তাদের যৌথ ছবি ও বৈঠকের দৃশ্য ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের উপজেলা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এবং একই বছরে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত, এবং জসিমের আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়েই তাকে প্রার্থী করা হয়েছে।