গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার আশঙ্কায় ভিপি পদপ্রার্থী শেখ খোদার নূর ইসলাম আশ্রয় নেন সাংবাদিক সমিতির কার্যালয়ে। সন্ধ্যা ৬টার দিকে আরেক ভিপি পদপ্রার্থী নাসিম তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান। এর আগে, প্রায় আড়াই ঘণ্টা খোদার নূর কার্যালয়ে অবস্থান করেন। ছাত্রদলের ঢাকা জেলা (উত্তর) আহ্বায়ক ছিলেন খোদার নূর ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে ফেসবুকের একটি গ্রুপে এনোনিমাস আইডি থেকে তার বিরুদ্ধে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল। পোস্টদাতার পরিচয় শনাক্ত করার পর তানজিতের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর তানজিতের পক্ষের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তিনি গবিসাস কার্যালয়ে আশ্রয় নেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। অন্যদিকে, তানজিত অভিযোগ করেন, ভিপি প্রার্থী রাকিবের পক্ষে কাজ করায় খোদার নূর তাকে হুমকি দেন। জিজ্ঞাসাবাদের সময় রনি উত্তেজিত হয়ে তাকে হ্যাচকা টান দেন ও পুলিশের কাছে দেওয়ার হুমকি দেন। এদিকে খোদার নূর বলেন, উদ্ধারের নামে রাজনীতি করতে আসার দরকার নেই। এসব নাটক চাই না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।