Web Analytics

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না করে, তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে। তিনি জানান, সাংবাদিকরা আগুন থেকে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেছেন। আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাছির জামাল বলেন, এই হামলার পেছনে যারা লাভবান হয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে আমার দেশ, নয়াদিগন্ত ও সংগ্রাম অফিসেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিপিজেএ সভাপতি এ কে মহসিন বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও অন্যান্য সাংবাদিক নেতারা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!