Web Analytics

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টন কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসাইন খান। অনুষ্ঠানে উপদেষ্টা, সাবেক পরিচালক, শিল্পীসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, এটি সুস্থ ধারার আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন, যা ১৯৭৮ সাল থেকে শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা ও ইতিবাচক চিন্তার প্রসারে কাজ করছে। সংগঠনের পরিচালক ভর্তি কার্যক্রম ও প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সাইমুম সপ্তাহে মাত্র একদিন প্রশিক্ষণ দেয়, তাই শিক্ষার্থীদের উন্নত শিল্পী হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অফিস সম্পাদক মোরশেদুল ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!