Web Analytics

ম্যানচেস্টার ডার্বিতে প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবুয়েমো ও প্যাট্রিক দরগুর গোলে জয় পায় রেড ডেভিলরা, যা সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা দেয়। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের দ্বিতীয় অধ্যায়ের শুরুটা এভাবেই দারুণভাবে হলো।

অন্যদিকে, বার্সেলোনা ও আলবাসেতের কাছে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে অতিথি লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় ঘুরে দাঁড়িয়েছে স্পেনের রাজধানীর ক্লাবটি। ইংলিশ লিগের অন্য ম্যাচে বার্নলি ১-১ গোলে রুখে দেয় লিভারপুলকে, আর চেলসি ২-০ গোলে হারায় ব্রেন্টফোর্ডকে।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে এই ফলাফলগুলো সপ্তাহান্তের ফুটবলে নতুন মোড় এনে দিয়েছে, যেখানে ম্যানইউর পুনরুত্থান ও রিয়ালের প্রত্যাবর্তন ছিল মূল আলোচ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!