Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ১৫ ঘণ্টা পরও উদ্ধার অভিযান শুরু হয়নি। শনিবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএর সমন্বয়হীনতার কারণে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে, ফলে বক্তাবলী এলাকার ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে পড়েছে।

রোববার সকালে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও উদ্ধার সরঞ্জাম না থাকায় অভিযান শুরু করা সম্ভব হয়নি। সংস্থাটির সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, ফেরিটি সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এবং তারা এখনো ঘটনাস্থলে উপস্থিত হয়নি। নদীর গভীরতা নিরূপণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ নদীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। উদ্ধার বিলম্বে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!