Web Analytics

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ও আকোডিহি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন ইছামতী নদীর ওপর ২৫০ ফুট বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করেন। স্থানীয়দের সহযোগিতায় নির্মিত এই সাঁকো বারবার ভেঙে যায়, আবার মেরামত করা হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও স্থায়ী সেতু না হওয়ায় এলাকাবাসী তীব্র ভোগান্তিতে রয়েছেন। প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ নেয়নি।

কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা জানান, বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি ও কচুরিপানার কারণে সাঁকোটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। কৃষক মকবুল হোসেন বলেন, নদীর ওপারে জমিতে যাতায়াতে সময় ও খরচ বেড়ে যায়। শিক্ষক রেজাউল ইসলাম বলেন, প্রতিবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি এলেও কাজ হয় না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ স্বীকার করেছেন, প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন এবং তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন স্থায়ী সেতু নির্মাণের জন্য।

এলাকাবাসীর আশা, এবার হয়তো দীর্ঘদিনের এই অবহেলার অবসান ঘটবে এবং নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!