একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলের রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন স্পেশাল জজ এ আদেশ দিয়েছেন। দুদকের পক্ষ থেকে আবেদন করেন উপ-পরিচালক মো. ফজলুল হক, প্রসিকিউটর ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। আবেদনে বলা হয় আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। অর্থ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এমন হলে ক্ষতিগ্রস্ত হবে তদন্ত। ফলত তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।