নরসিংদীর নজরপুর ইউনিয়নে বিএনপি নেতা আবুল হোসেন সিয়ামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১১ জুলাই নদী থেকে বালু তোলায় বাধা দেওয়ায় সোহেল সরকারসহ চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন বক্তারা। গুরুতর আহত আবুল হোসেন বর্তমানে হাসপাতালে ভর্তি। মানববন্ধনে বক্তারা বলেন, থানায় অভিযোগ দেওয়া হলেও হামলাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।