নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। পরে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গার্ডিয়ান জানিয়েছে, ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাকরন। এরপর অবশ্য খুলে দেয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাকরনকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।