Web Analytics

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত ৩১ ডিসেম্বর রাতে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বাজি, কসমেটিকস, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে। ৩১ ডিসেম্বর রাত সাতটায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। অভিযানে ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকার মালামাল জব্দ করা হয়।

কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!