Web Analytics

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন সময়ে পরিচালিত শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত তথ্যে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নিশ্চিত করেছে যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রায় ৪০৮টি বিমান হামলা চালানো হয়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, এই হামলাগুলো ভোটগ্রহণ চলাকালে সংঘটিত হয় এবং এতে অন্তত ১৭০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি আরও আশঙ্কা প্রকাশ করেছে যে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

এই প্রতিবেদন মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতার সময় বেসামরিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও জোরদার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!