রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছে। ফ্রেঞ্চ পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে ১৩ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কলম্বিয়াও তাদের প্রশান্ত উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ঢেউ পৌঁছেছে, কিন্তু এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। হাওয়াই ও গুয়ামের জন্য সতর্কতা কমানো হয়েছে।