Web Analytics

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ধনতলা এলাকায় শুক্রবার রাতে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র আসলাম ও সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ একদল লোক তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে শরিফ ওসমান হাদীকে ‘জঙ্গি’ বলতে শোনা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জেরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!