Web Analytics

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আইএমএফ ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে এনবিআর, তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে। তিনি বলেছেন, ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র‌্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে। একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র‌্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে। চেয়ারম্যান বলেন, এমনিতেই আমাদের ব্যক্তি পর্যায়ে এবং করপোরেট কর হার তুলনামূলক বেশ কম, তাই এ বছর উক্ত খাতে কর অপরিবর্তিত থাকবে। তবে আগামী বাজেটে রাজস্ব হারে বিদ্যমান বৈষম্য দূর হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!