ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে সোমবার সন্ধ্যায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় পর্যায়ে চলমান ‘ডেভিল হান্ট-২’ অভিযানের অংশ হিসেবে রাণীশংকৈল থানা পুলিশ ভান্ডারা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়।
আলমগীর সরকার অতীতে সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত আচরণের জন্য আলোচিত ছিলেন। ২০১৮ সালে পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়মের খবর প্রকাশের পর এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে তিনি বলেছিলেন, ‘একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে’। তার এই বক্তব্য তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। এই গ্রেপ্তার স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতাকে আরও জোরদার করেছে।