জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মনে করেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের উৎস তরুণ প্রজন্ম। নীলফামারীতে এনসিপির সভায় অংশ নিয়ে তিনি একটি ফেসবুক পোস্টে জানান, তরুণরা কেবল ভবিষ্যৎ নয়, তারা আত্মত্যাগ দিয়ে দেশ গড়ার সুযোগ তৈরি করেছে। তাই তাদের স্বপ্ন যেন ঝরে না পড়ে, সে দায়িত্ব আমাদের। সেই স্বপ্ন পূরণে স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, সারাদেশে ঘুরে ঘুরে মানুষের কথা শুনছি, কারণ জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ছাড়া ভালো রাজনৈতিক নেতৃত্ব সম্ভব নয়।