Web Analytics

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে বুধবার ভোরে শওকত আলী নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীর টাস্কফোর্স গ্রেপ্তার করেছে। তিনি ওই এলাকার গুল বক্সের ছেলে। সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আর্মি ক্যাম্পের মেজর তানভীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শওকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তার হাতে দেখা অস্ত্রটি উদ্ধার করা যায়নি।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অস্ত্রসহ একটি ছবি ভাইরাল হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!