Web Analytics

ফেনী শহরে টানা বৃষ্টিতে প্রধান সড়ক ও আবাসিক এলাকা পানির নিচে চলে গেছে। এর মূল কারণ—একটি পরিণত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খাল-নালা দখল করে গড়ে ওঠা অবৈধ মার্কেট ও স্থাপনা।
শহরের জিরো পয়েন্টে পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মিত হয়েছে। একইভাবে খাজা আহমদ লেক দখল করে ৫০০টির বেশি দোকান তোলা হয়েছে। শাহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম পাগলিরছড়া খালও এখন দখলে। এসব কারণে শহরে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফেনী পৌরসভা ও অবৈধ দখলদারদের কবলে থাকা শহরের গুরুত্বপূর্ণ খালগুলো দ্রুত উদ্ধার করে পানিপ্রবাহের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিকরা।
প্রশাসন জানিয়েছে এটি বন্যা নয়, বৃষ্টির পানির জলাবদ্ধতা এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!