ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগে ভোট শুরু নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। তবে মাঝখানে তা সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের পর ভোট শুরুর বিধান হয়েছিল। এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন। আরও বলেন, সাংবাদিকরাসহ অন্যরা ভোটকক্ষের ভেতরে কতক্ষণ থাকবেন তা নির্ধারণের ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেয়া হয়েছে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে মোট খরচের পরিমাণ সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে হতে হবে। এদিকে, কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটসহ একগুচ্ছ সংশোধনী এনে আরপিও ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।